গাজীপুর: গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ও আশেপাশের এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বৃহস্পতিবার রাত থেকেই এ যানজট শুরু হলেও শুক্রবার সকাল থেকে তা দীর্ঘ ভোগান্তির কারণ হয়।
পুলিশ জানায়, রাস্তায় পণ্যবাহী ট্রাক ও ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ বেশি থাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ও কোনাবাড়ি, কালিয়াকৈর এলাকায় ২০ কি.মি পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের গাজীপুর অংশের ওইসব এলাকা ছাড়াও টাঙ্গাইল অংশে রমজানের শুরুতেই অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজট আরো প্রকট আকার ধারণ করেছে। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন ওই রুট ব্যবহারকারী সাধারণ যাত্রীরা।
১০ মিনিটের রাস্তা যেতে সময় লাগছে কয়েক ঘণ্টা। তবে হাইওয়ে পুলিশ বলছে যানজট নিরসনে কাজ করছেন তারা।