মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে শ্রীনগর উপজেলার সামষপুর নামক স্থানে সকাল সাড়ে ৭ টার দিকে আপন পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পরে যায়।
ঢাকা থেকে ছেড়ে আসা মাওয়াগামী আপন পরিবহনের যাত্রীবাহী বাসটির চাকা পানচার হয়ে গেলে নিয়ন্ত্রন হারিয়ে বেশ কয়েক বার পল্টি খেয়ে রাস্তার পাশে খাদে পরে যায়। আপন পরিবহনের বাস নম্বার ঢাকা মেট্রো ব- ১৪-২৫৩০ এর ২০ জন আরহী আহত হয়। ফায়ার সার্ভিস এর ২ টি ইউনিট ঘটনা স্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপেক্সে পাঠানো হয়েছে।
গুরত্বর আহত ১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ী ইর্ন্চাজ সার্জেন্ট মো; হাসান জানান, সকালে আপন পরিবহনের বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে। আহত হয়েছে বেশ কয়েক জন আরহী।
ফায়ার সার্ভিস এর ২ টি ইউনিট দুটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে । তবে আহত ১ জনকে ঢাকা নেওয়ার পথে মারা যায়।