ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালের সামনে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
রোববার বেলা ১টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এ অভিযানের নেতৃত্ব দেন। বাংলামেইলকে তিনি জানান, এটা তাদের নিয়মিত অভিযান।
জানা যায়, আব্দুল জলিল নামে এক চাঁদাবাজ ছাত্রলীগের নাম ভাঙিয়ে প্রতি দোকান থেকে রোজ ৫০-১০০ টাকা আদায় করতো। ২০০ থেকে ২৫০ দোকান ছিল ওই এলাকায়।
ডিএমসির সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান দায়িত্বে থাকাকালীন প্রায়ই অভিযান চলতো। কিন্তু এ পরিচালক অন্যত্র বদলি হওয়ার পর অভিযান বন্ধ হয়ে যায়।
এসব দোকানের কারণে গত কয়েক দিনে ওই এলাকার পরিবেশ নষ্ট হয়ে ওঠে। দূর দূরান্ত থেকে অ্যাম্বুলেন্সে আসা রোগীদের হাসপাতালে প্রবেশে দুর্ভোগে পড়তে হয়।
২০১৪ সালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নির্দেশ দেন হাসপাতালের আশেপাশে কোনো অবৈধ দোকানপাট বসানো যাবে না। সেই নির্দেশ অমান্য করে জলিল শাহবাগ থানা ও বাবুপুরা পুলিশ ফাঁড়ি ম্যানেজ করে অবৈধ দোকান বসিয়ে চাঁদাবাজি করে আসছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক জানান, এসব দোকানের কারণে হাসপাতালের সামনে চলাফেলা করতে অসুবিধা হয়। উচ্ছেদের পর কীভাবে পুনরায় এসব দোকান আবার বসে তা নিয়ে প্রশ্ন তুলেন তিনি।
জানা গেছে, জলিলের বাড়ি নোয়াখালির বেগমগঞ্জে। ফোর থেকে ফাইভ পর্যন্ত পড়া আব্দুল জলিল ছাত্রলীগের নাম ভাঙিয়ে এসব চাঁদাবাজি করে আসছে। তিনি শহীদুল্লাহ হলের একটি রুমে থাকে বলে মানুষকে বলে বেড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হয়েও তিনি কীভাবে হলে তাকে সেটাই প্রশ্ন।