সিরাজগঞ্জ : কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগ জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জের রায়গঞ্জে ছাত্রীদের আধা ঘন্টা মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার দুপুুর ১২টার দিকে উপজেলা সদর বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীদের উদ্যোগে উপজেলা সদরের সিএনজি স্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ারদী জাহানসহ শিক্ষক, কর্মচারী ও সহস্রাধিক শিক্ষার্থী।