রিয়াদে জ্যাবের তালাবন্দি গণ-মাধ্যম গভির সঙ্কটে দেশ, উত্তরনের পথ র্শীষক আলোচনায় প্রবাসী বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার প্রতিনিধিরা বলেন গণতন্ত্রের সহায়ক শক্তি গণ-মাধ্যম দমন করে গণতন্ত্র এগিয়ে নেয়া সম্ভব নয়।
জ্যাবের আলোচনায় বেসরকারি টিভি মালিকদের সংগঠন এ্যাটকোর সভাপতি, এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর গ্রেফতার, রিমান্ড ও সাজানো মামলায় আটকাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, অবিলম্ভে তার মুক্তির দাবী করেছে র্জানালিস্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জ্যাব সৌদি শাখার নেতৃবৃন্দরা।
তারা মোসাদ্দেক আলীর মত বরেণ্য মিডিয়া ব্যক্তির গ্রেফতার দেশ-বিদেশে সরকারের ইমেজ সঙ্কটে পড়বে বলে উল্ল্যেখ করে তাকে মুক্তি দেয়ার জোর দাবী জানান।
জ্যাব সভাপতি ফারুক আহমেদ চানের সভাপতিত্বে সাধারন সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সাগর চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক শহিদুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন একুশে টিভির প্রতিনিধি প্রবিণ সাংবাদিক মোহাম্মদ অহিদুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন নয়া দিগন্ত ও দিগন্ত টিভি রিয়াদ প্রতিনিধি রিপোর্টাস ইউনিটির সভাপতি সিরাজুল হক মানিক, শুভেচ্ছা বক্তব্য রাখেন জ্যাব সাংগঠনিক সম্পাদক এস এ টিভির রিয়াদ প্রতিনিধি শাহপরান মিঠু, জ্যাব নেতা মাসুদ রানা, কবি শাহীনূর, কাজী আইয়ুব আলী, বাংলা ভিশনের এয়াসির আরাফাত সহ বিভিন্ন সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের গুনি ব্যক্তিরা সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
আলোচনায় অংশ গ্রহন করেন, মনির হোসেন বেপারী, আবু কাউসার, মামুনুর রশীদ চৌধুরী, আমিরুল ইসলাম হীরা, আলহাজ্ব কবির হোসেন, হানিফ মুন্সী, জি এম শরীফ, এস এম সুলতান, সৈয়দ জাকির হোসেন, শহিদুল ইসলাম, আবু জাফর মোল্লা, মোহাম্মদ আলী সরকার, সালেহ মূসা, শাহজাহান শাহীন, তাজুল ইসলাম সিরাজ, ফিরোজ আলম, হাফিজুল ইসলাম, তাজুল ইসলাম, ইলিয়াছ, দীন ইসলাম টিপু প্রমূখ ।
এছাড়াও প্রধান প্রধান রাজনৈতিক দলের প্রবাসী নেতৃবৃন্দ ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।