উজানের পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি শুক্রবার সকাল থেকে বিপদসীমার অতিক্রম করতে শুরু করেছে। শুক্রবার সকাল ৬টা থেকে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১৭ সেন্টিমিটার (বিপদসীমা ৫২ দশমিক ৪০ মিটার) উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার বিকাল ৬টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও রাত ১২টার পর আকস্মিকভাবে পানি বৃদ্ধি পেতে শুরু করে। ফলে তিস্তার পাড়ের চরাঞ্চল ও নিচু এলাকায় বন্যা দেখা দিয়েছে।
সকাল ৬টায় তিস্তায় ব্যারেজ ডালিয়া পয়েন্টের পানি ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মর্মে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সুত্রে জানা যায়। তবে তিস্তা অব্বাহিকায় গত ২৪ ঘন্টার কোন বৃষ্টিপাত হয়নি। আকস্মিক বন্যার কারণে তিস্তার পাড়ের চরাঞ্চলের লোকজন চরম ভোগান্তি পড়ছে। ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খালিশা চাপানী, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি, খগাখড়িবাড়ি ইউনিয়নের নি¤œাাঞ্চল ও পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, ছাতুনামা, বাঘের চর, ঝাড়সিংহেশ্বরের নি¤œাঞ্চল এবং চরবাসীদের বসতভিটার রাত থেকে বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে।