তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপরে প্রবাহিত

0

tista dalia point_304250উজানের পাহাড়ী ঢলে তিস্তা নদীর পানি শুক্রবার সকাল থেকে বিপদসীমার অতিক্রম করতে শুরু করেছে। শুক্রবার সকাল ৬টা থেকে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১৭ সেন্টিমিটার (বিপদসীমা ৫২ দশমিক ৪০ মিটার) উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার বিকাল ৬টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও রাত ১২টার পর আকস্মিকভাবে পানি বৃদ্ধি পেতে শুরু করে। ফলে তিস্তার পাড়ের চরাঞ্চল ও নিচু এলাকায় বন্যা দেখা দিয়েছে।

সকাল ৬টায় তিস্তায় ব্যারেজ ডালিয়া পয়েন্টের পানি ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মর্মে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সুত্রে জানা যায়। তবে তিস্তা অব্বাহিকায় গত ২৪ ঘন্টার কোন বৃষ্টিপাত হয়নি। আকস্মিক বন্যার কারণে তিস্তার পাড়ের চরাঞ্চলের লোকজন চরম ভোগান্তি পড়ছে। ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খালিশা চাপানী, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি, খগাখড়িবাড়ি ইউনিয়নের নি¤œাাঞ্চল ও পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, ছাতুনামা, বাঘের চর, ঝাড়সিংহেশ্বরের নি¤œাঞ্চল এবং চরবাসীদের বসতভিটার রাত থেকে বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে।

 খালিশা চাপানি ইউনিয়নের ছোটখাতা গ্রামের মকবুল হোসেনের (৪৮) জানায়, শুক্রবার ভোর থেকে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। একই গ্রামের সহিদুল ইসলাম (২৮) জানায়, রাত থেকে প্রতিটি বাড়ীতে বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে। ফজল আলীর স্ত্রী আজেদা বেগম (৪৮) জানায়, হঠাৎ বন্যার কারনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রান্না ঘরের চুলা পানিতে তলিয়ে আছে।
 টেপাখড়িবাড়ী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন, শুক্রবার ভোর রাত থেকে আকস্মিকভাবে তিস্তার চরাঞ্চলের নিচু এলাকার বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে।
 খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন বলেন, উজানের পাহাড়ী ঢলের কারনে কিছামত ছাতনাই চরের শতাধিক বাড়িতে বন্যার পানি প্রবেশ করেছে। প্রতিটি বাড়ির উঠানে হাটু থেকে কোমর পানিতে তলিয়ে রয়েছে।
 পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল লতিফ খান জানায়, তিস্তার বন্যার কারনে ঝাড়সিংশ্বের আমন ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। নিচু অঞ্চলে বন্যার পানি প্রবেশ করেছে।
 ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম যুগান্তরকে বলেন, তিস্তার আকস্মিক ভাবে উজানের ঢলে বন্যা দেয়া দিয়েছে। পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ কম হবে।
 পানি উন্নয়ন বোর্ডে ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, বৃহস্পতিবার বিকাল ৬টায় তিস্তার পানি বিপদসীমার ২৫সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও শুক্রবার সকাল ৬টায় তা বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৭সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More