তিস্তা ব্যারাজ এলাকায় পানি বিপদসীমার ৫৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সেখানে রেড এলার্ট জারি করা হয়েছে।
ভারত থেকে পানি বাংলাদেশের দিকে ধেয়ে আসয় ব্যারেজের উজান ও ভাটিতে অসংখ্য গ্রামের মানুষজন পানিবন্দি হয়ে পড়েছে। ব্যারেজ হুমকির সম্মুখীন দেখা দেয়ায় সব গেট খুলে দিয়ে পানির গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। ব্যারেজ রক্ষার্থে বাইপাসের আশপাশে বসত বাড়ি’র লোকজনদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় এ এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে।
পানির গতি বেড়ে যাওয়ায় যেকোনো মুহূর্তে বাইপাস কেটে দেয়া হতে পারে। ওই বাইপাস কেটে দেয়া হলে গোটা লালমনিরহাট জেলা পানিবন্দি হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
Prev Post