সোমবার দুপুরে জাতীয় সংসদে বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে এ অনুরোধ জানান প্রধানমন্ত্রী।
এর আগে তৈরি পোশাক খাতের উৎসে কর নির্ধারিত ছিল শূন্য দশমিক ৩০ শতাংশ।
এদিকে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আমাদের দেশ। সুন্দরবনকে রক্ষা করা, বাংলাদেশকে রক্ষা করার জন্য আমার থেকে অন্য কারো দরদ বেশি থাকবে সেটা আমি বিশ্বাস করি না।
তিনি বলেন, আজকে যদি সত্যিই সুন্দরবনের ক্ষতি হতো তাহলে আমি সেখানে বিদ্যুৎকেন্দ্র করতে যেতাম না। এক শ্রেণীর মানুষ আছে যারা অযথা চিল্লাচিল্লি করে। সত্যিকারের উন্নয়ন তাদের ভালো লাগে না। দিনাজপুরেই তো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আছে। আমার প্রশ্ন, ঘনবসতিপূর্ণ এলাকা দিনাজপুরে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হয়েছে। সেখানে কি প্রকৃতির ক্ষতি হয়েছে? কোন ক্ষতি কেউ দেখাতে পেরেছে কি?