এসময় আইজিপি সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্রের ওপর আঘাত হানতেই পুলিশের ওপর হামলা করা হয়। পুলিশের ওপর হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। ভবিষ্যতে যদি পুলিশের ওপর আঘাত হানা হয় তা শক্ত হাতে প্রতিহত করা হবে। পুলিশ সর্বোচ্চ ঝুঁকির মধ্যেও তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে, পালন করে যাবে।’
বিরোধী দলের টানা ৮৩ ঘণ্টা অবরোধ শেষ হওয়ার ৬ ঘণ্টার মাথায় মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে বাংলামটর মোড়ে পুলিশের রিকুইজিশন করা একটি বাসে দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুড়ে মারলে মো. ফেরদৌস নামে এক পুলিশ সদস্য দগ্ধ হয়ে মারা যান। এসময় ঢাকা দক্ষিণ ট্রাফিক পুলিশের সদস্য মো. সাইদুর ও বাসচালক বায়জীদ দগ্ধ হন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিসাধীন রয়েছেন।