দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ। বর্তমান চেয়ারম্যান বদিউজ্জামান ও কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পুর চাকরির মেয়াদ আগামী ১৩ মার্চ শেষ হচ্ছে। এবং বিসিএস ১৯৮১ ব্যাচের কর্মকর্তা ইকবাল মাহমুদ দুদক চেয়ারম্যান পদে মো. বদিউজ্জমানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
এবং সাবেক জেলা জজ এ এফ এম আমিনুল ইসলামকে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এবং সাবেক জেলা জজ এ এফ এম আমিনুল ইসলামকে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন শেষ করেন। পরে অবসরোত্তর ছুটিতে থাকাকালীন ২০১৫সালের অগাস্টে ইকবাল মাহমুদকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। কিন্তু এক মাসের মাথায় ওই সিদ্ধান্ত বদলে যায়, বিটিআরসির চেয়ারম্যান হন প্রকৌশলী শাহজাহান মাহমুদ।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন শেষ করেন। পরে অবসরোত্তর ছুটিতে থাকাকালীন ২০১৫সালের অগাস্টে ইকবাল মাহমুদকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। কিন্তু এক মাসের মাথায় ওই সিদ্ধান্ত বদলে যায়, বিটিআরসির চেয়ারম্যান হন প্রকৌশলী শাহজাহান মাহমুদ।