ঢাকা: মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ করবে আহলে সুন্নাত ওয়াল জামাত ও তাদের ছাত্র সংগঠন ছাত্রসেনা। দুপুর ২টায় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির কথা বাংলামেইলকে নিশ্চিত করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি নির্ভরযোগ্য সূত্র। ওই সূত্র জানিয়েছে, মাওলানা ফারুকী আহলে সুন্নাতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।
এদিকে রাত ১২টা পর্যন্ত খোঁজ নিয়ে জানা গেছে, আহলে সুন্নাত ও ইসলামী ছাত্রসেনার দুই/তিনশ নেতাকর্মী সমর্থক সংসদ ভবনের সামনে অবস্থান করছেন। তাদের আরেকটি গ্রুপ সেখান থেকে মোহাম্মদপুরের দিকে মিছিল নিয়ে গেছে।
এছাড়া হত্যাকাণ্ডের সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই চট্টগ্রামে আহলে সুন্নাতের লোকেরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। এসময় তারা কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে। পরে ফাঁকাগুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় ওয়াসা ইমাম ম্যানসনস্থ ছাত্রসেনা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা।