ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশি-বিদেশি চক্র বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে সদা তৎপর রয়েছে। জামায়াত-শিবির এবং বিএনপি প্রতিনিয়ত এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তাদের নৈরাজ্য সত্ত্বেও বাংলাদেশের কাঙ্খিত অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে।’
তিনি বলেন, ‘২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই।’
বৃহস্পতিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি নৈরাজ্য প্রতিরোধে পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে বাংলাদেশ পুলিশ বাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘জামায়াত-বিএনপি আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে। তাদের সহিংসতায় ১৬ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। পুলিশ বাহিনী অসীম সাহসিকতার সঙ্গে নৈরাজ্য মোকাবেলা করেছে।’
এর আগে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ণাঢ্য কুচকাওয়াজে অভিবাদন গ্রহণের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন। এসময় তিনি পুলিশ সদস্যদের পদক প্রদান করেন।
উদ্বোধন শেষে সকাল সোয়া নয়টার দিকে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। সাড়ে নয়টার দিকে তার বক্তব্য শেষ হয়।
বিশেষ অবদান রাখার জন্য এ বছর ১০৫ জন পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেয়া হয়।
প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের মধ্যে চার ধরনের পদক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা), প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম-সেবা) বিতরণ করেন।