দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : রাষ্ট্রপতি

0

hamidরাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাড. বলেছেন, জ্ঞান অর্জনের মাধ্যমে নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও সমাজের প্রতি দায়বদ্ধ থেকে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মহান মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধে এই বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র সৈয়দ নজরুল ইসলাম যিনি ৭১- এর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালনার গুরুদায়িত্ব সততা, নিষ্ঠা ও সফলতার সঙ্গে পালন করেছেন। আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি প্রাক্তন প্রধান শিক্ষক মতিউর রহমানের সুযোগ্য পুত্র শহীদ আতিকুর রহমান আতিক, এ.বি.এম শফিউদ্দিন, তাহের উদ্দিন ভূঁইয়াসহ মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের। তিনি রোববার বিকেলে কিশোরগঞ্জে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
রাষ্ট্রপতি আরো বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন প্রজন্মকে জ্ঞান বিজ্ঞানে দক্ষ করে বিশ্বমানে উন্নতি করতে হবে। তিনি দুঃখ করে বলেন, বর্তমান সুশিক্ষা ও দক্ষ মানবসম্পদ তৈরির পরিবর্তে স্কুলগুলি এখন ব্যবসায় পরিণত হয়েছে। আমাদের এ বলয় থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, এ জনপদের সন্তান হিসেবে কিশোরগঞ্জের যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোর উন্নয়ন তথা একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যবস্থা করবেন।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর ড. মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, মো. আফজল হোসেন এমপি, অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন এমপি, দিলারা বেগম আছমা এমপি, ডা. আ.ন.ম নৌশাদ খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More