পুলিশ প্রধান আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন , দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে এ নাশকতা চালানো হয়েছে। এটি পূর্বপরিকল্পিত একটি নাশকতা। যারা দেশটাকে অস্থিতিশীল করতে চায়, তারাই এ হামলার সাথে জড়িত। নাজিম উদ্দিন রোডে হোসেনি দালানে তাজিয়া মিছিলে বোমা হামলায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আইজিপি আজ শনিবার সাংবাদিকদের একথা বলেন ।পুরান ঢাকার হোসেনি দালানে শিয়াদের তাজিয়া মিছিলের উপর হামলার সঙ্গে দুদিন আগে গাবতলীতে এএসআই খুনের যোগসূত্র রয়েছে বলেও দাবি করেছেন আইজিপি।গ্রেপ্তার মাসুদের তথ্য অনুযায়ী, এই পরিকল্পনা বগুড়ায়ই হয়েছে, বলেন শহীদুল হক। গাবতলীতে পুলিশকে ছুরিকাঘাতের সময় গ্রেপ্তার মাসুদ ও তার সঙ্গীরা বগুড়া থেকে ঢাকা এসেছিলেন বলে পুলিশ জানায়।আইজিপি বলছেন, কামরাঙ্গীরচরে পাওয়া বিস্ফোরক এবং ইমামবাড়ার বিস্ফোরকে মিল আছে। প্রায় ১৫০০ বছর আগের কারবালার ঘটনা স্মরণ করে শুক্রবার রাত দেড়টার দিকে তাজিয়া মিছিল করার লক্ষ্যে হোসেনি দালানের সামনে শিয়া সম্প্রদায়ের লোকজন জমায়েত হয়। এসময় রাত ১টা ৫৫ মিনিটে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। শিয়া সম্প্রদায়ের উপর এই হামলায় সাজ্জাদ হোসেন সানজু নামে এক কিশোর নিহত হয়, আহত হয় শতাধিক। তাদেও হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।প্রসঙ্গত মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র ইমাম হোসেনের (রা.) শহীদ দিবস আরবি মুহাররম মাসের ১০ তারিখকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করেন শিয়া মতাবলম্বীরা। সপ্তম শতকে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন ইমাম হোসেন।