চার দিন লন্ডন ও বুলগেরিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ৬টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। মুখ্য সচিব আবুল কালাম আসাদসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
বুলগেরিয়ায় গ্লোবাল উইমেন লিডারস ফোরামে অংশগ্রহণ এবং দ্বিপক্ষীয় সফরের উদ্দেশ্যে রোববার ঢাকা থেকে রওনা হন শেখ হাসিনা। প্রথমে তিনি লন্ডনে পৌঁছে সেখানে দুই দিন অবস্থানের পর বুধবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় পৌঁছান। সেদিন গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগ দেয়ার আগে শেখ হাসিনা বুলগেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
Prev Post
Next Post