দ্বিতীয় মহানন্দা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

chapai1_264589সত্তর কোটি টাকা ব্যয়ে নির্মিত চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় মহানন্দা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুর ১টায় সদর উপজেলার সাহেবের ঘাটে নির্মিত ৫৪৭ মিটার দীর্ঘ এ সেতু উদ্বোধন করেন তিনি। এসময় শেখ হাসিনার নামে এই সেতুর নতুন নামকরণ করা হয়।
 এর আগে বেলা সাড়ে ১২টার দিকে হেলিকপ্টারযোগে চাঁপাইনবাবগঞ্জ নতুন ষ্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাডে নামেন প্রধানমন্ত্রী।
 শহরের পিটিআই-মাস্টার পাড়া এলাকায় যুব প্রশিক্ষণ কেন্দ্র, কল্যাণপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের উপকেন্দ্র, বালিগ্রামে চক্ষু হাসপাতাল, স্বরূপনগরে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের নবনির্মিত একাডেমিক ভবন ও গোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন করবেন শেখ হাসিনা। একই সাথে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, আমনুরায় ১’শ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, কানসাট-গোমস্তাপুর-ভোলাহাট সড়কের উন্নয়ন ও পদ্মার ভাঙ্গন থেকে আলাতুলি ইউনিয়ন রক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
 এছাড়াও বিকেল ৪টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিবেন শেখ হাসিনা।
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More