[ads1]বিশিষ্ট লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন শুধু লাঞ্চিত শিক্ষকের কাছে ক্ষমা প্রার্থনা বা তাকে পুর্নবহাল করলেই হবে না, শিক্ষক লাঞ্ছনার সাথে জড়িত সকল ব্যক্তির শাস্তি দিতে হবে।তিনি বলেন, নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্চনায় যা ঘটেছে তা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। এই ঘটনার যদি নিষ্পত্তি করা না হয় তাহলে সারা বিশ্বের কাছে ভবিষ্যত বাংলাদেশ একটি অসভ্য বর্বর রুচিহীন মানুষের দেশ হিসেবে পরিচিত হবে।আর যে মানুষটি এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই ঘটনার নিষ্পত্তি করতে হবে। তাকে শাস্তির আওতায় এনে আমাদেরকে গ্লানিমুক্ত করতে হবে।
তিনি আরো বলেন ধর্ম নিয়ে কটুক্তি করলেই কাউকে মার ধর করা ঠিক নয়।সকলের মত প্রকাশের অধিকার আছে।
বৃহস্পতিবার সকালে শাবি কেন্দ্রিয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত মানবন্ধন শেষে জাফর ইকবাল আরও বলেন, শিক্ষক লাঞ্ছনার ঘটনা এটিই প্রথম নয়। শুধু শিক্ষক নয় কোনো মানুষকেই কেউ এভাবে লাঞ্ছিত করতে পারে না। যদি করে তাহলে সে যত প্রভাশালী ব্যক্তিই হোক না কেন আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।এসময় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইয়াসমিন হক, ড. সৈয়দ শামসুল ইসলামসহ শিক্ষার্থীরা বক্তব্য দেন।[ads2]