নওগাঁ : নওগাঁর সাপাহার উপজেলার বিএসএফ’র গুলিতে জিয়াউর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত জিয়াউর রহমান উপজেলার দক্ষিণ পাতাড়ী গ্রামের মতিউর রহমানের ছেলে বলে জানা গেছে।
সোমবার ভোর রাতে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তে এ ঘটনা ঘটে।
১৪ বিজিবির কোমান্ডিং অফিসার রফিকুল হাসানা জানান, ভোর রাতে জিয়াউরসহ বেশ কয়েকজন ভারতে প্রবেশ করে। এরই এক পর্যায়ে কাঁটাতার পেরিয়ে গরু আনার সময় বিএসএফ জিয়াউরকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। জিয়াউরের লাশ বাংলাদেশে আনতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।