ঢাকা : নওগাঁর বদলগাছি থানার তাজপুরে ৫০ বর্গ কিলোমিটার বিস্তৃত এলাকায় চুনাপাথরের খনি পাওয়া গেছে বলে জানিয়েছেন জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তিনি জানান, এ চুনাপাথরের খনির খোঁজ পাওয়ায় সিমেন্ট শিল্পে বেশ উন্নয়ন হবে। সিমেন্টের কাঁচামাল হিসেবে এই খনিজের ব্যাপক ব্যবহার রয়েছে। এই খনিজ সম্পদটি আর আমদানি করতে হবে না বাংলাদেশকে। এটি এখন পর্যন্ত দেশে আবিষ্কৃত সর্ববৃহৎ চুনাপাথরের খনি।
তিনি আরো জানান, ২২ শত ১৪ ফিট নিচে এ খনির অবস্থান। ভূতত্ত্ব অধিদপ্তর এ খনির সন্ধান দিয়েছে। তবে বাণিজ্যিক উত্তোলন শুরু করতে আরো দেড় থেকে দুই বছর সময় লাগবে।
তিনি বলেন, ‘এ লাইমস্টোন পরীক্ষা নিরীক্ষা করার পর আমাদের দেশে সিমেন্ট কারখানায় ব্যবহার করা যাবে। যা আমরা এখন বিদেশ থেকে আমদানি করি। এটি ব্যবহারযোগ্য হলে সিমেন্ট কারখানার কাঁচামাল আমদানিতে প্রায় হাজার কোটি টাকার সাশ্রয় হবে।’