একাত্তরে মুক্তিযুদ্ধকালীন হত্যা, গণহত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তার মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনো আইনি বাধা থাকল না।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এক শব্দের মধ্যেই এই রায় ঘোষণা করেন। এজলাসে এসে প্রধান বিচারপতি শুধু বলেন, “ডিসমিসড”। আর এতেই খারিজ হয়ে যায় একাত্তরের এ বদরপ্রধানের রিভিউ আবেদন।
বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
নিয়ম অনুযায়ী, এখন রায়ের অনুলিপি কারাগারে যাবে এবং কারা কর্তৃপক্ষ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আসামির ফাঁসি কার্যকরের ব্যবস্থা করবে। তবে এর আগে নিজামীর রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ রয়েছে। যদি রাষ্ট্রপতির কাছে তিনি ক্ষমা না চান, তাহলে তার ফাঁসি কার্যকর করবে কারা কর্তৃপক্ষ।
নিজামীর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে দায়ের করা আবেদনের ওপর শুনানি শেষে ৫ মে বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একই বেঞ্চ।
Next Post