নির্ধারিত হলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ

0

1383967853-dhaka-university-admission-test-of-kha-unit-held_3174687পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য আলাদা আলাদা তারিখ নির্ধারণ করেছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় পরিষদ’।

বুধবার রাতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঠিক করা হয়।

কয়েক দিনের মধ্যেই সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে বলে রাতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

একই দিনে যেন একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ না পড়ে সেজন্য প্রথমবারের মতো এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আলাদা আলাদা তারিখ নির্ধারণের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় পরিষদ।

এর আগে বিশ্ববিদ্যালয়গুলো তাদের অ্যাকাডেমিক কমিটিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঠিক করে তা অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় পরিষদের কাছে পাঠায়।

বাংলাদেশে বর্তমানে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে।

প্রস্তাবিত অষ্টম বেতন স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদার ‘অবনমন’ করায় উপাচার্যরা উদ্বেগ প্রকাশ করেছেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সম্ভাব্য ভর্তি পরীক্ষার তারিখ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ৯, ১০, ১৬, ১৭ ও ৩০ অক্টোবর এবং ৬ নভেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়: ৯ থেকে ১২ নভেম্বর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ১ থেকে ৯ নভেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ঠিক হয়নি

ইসলামী বিশ্ববিদ্যালয়: ১৫ থেকে ১৯ নভেম্বর

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস: ২৩, ২৪, ৩০ ও ৩১ অক্টোবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: ৪ ও ৫ ডিসেম্বর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়: ৯-১২ নভেম্বর

বরিশাল বিশ্ববিদ্যালয়: ২৭ ও ২৮ নভেম্বর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: ৪, ৫ ও ৬ ডিসেম্বর

খুলনা বিশ্ববিদ্যালয়: ১১ ও ১২ ডিসেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয: ১ অক্টোবর

প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়: ১০ বা ১৭ অক্টোবর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৩১ অক্টোবর

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৪ নভেম্বর

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৬ নভেম্বর

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়: ২০ অথবা ২৭ নভেম্বর

কৃষি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর): ১৪ নভেম্বর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ): ৫ ডিসেম্বর

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা): ১৮ ডিসেম্বর

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: ২৮ নভেম্বর

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়: ৭ নভেম্বর

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৩ নভেম্বর

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৩০ নভেম্বর এবং ১ থেকে ৩ ডিসেম্বর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৪ নভেম্বর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২০ ও ২১ নভেম্বর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ঠিক হয়নি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: টাঙ্গাইল ২৭ ও ২৮ নভেম্বর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৩ ও ১৪ ডিসেম্বর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২০ ও ২১ নভেম্বর

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক মো. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশীদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, জগন্নাথের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মিজানউদ্দিনসহ মোট ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভায় অংশ নেন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More