ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাভারে আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ইউনিয়নের সিংগাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম (৫৫) সিংগাসার গ্রামের ফটিক চাঁনের ছেলে। তিনি স্বতন্ত্র প্রার্থী শান্তর হয়ে প্রচারে অংশ নিচ্ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেল শেখ জানান, শহিদুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Prev Post
Next Post