গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহতদের ছবি প্রকাশ করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস। এসব ছবি শুক্রবার রাত পৌনে ৯টায় রেস্টুরেন্টে হামলায় নিহত বিদেশিদের বলে আইএস তাদের সংবাদমাধ্যম ‘আমাক’ এ দাবি করেছে।[ads1]
আইএস অবশ্য আগেই এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। তারা জানিয়েছে, হামলায় ২৪ জনকে হত্যা করেছে তারা।
প্রকাশিত ছবিতে দেখা যায়, মেঝেতে বেশ কয়েকজন বিদেশি নাগরিকের লাশ পড়ে আছে। পুরো মেঝে রক্তে ভরে আছে।
পুলিশ জানিয়েছে, হামলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী পরিচালক রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত হয়েছেন। এ ছাড়া ৩০ পুলিশ সদস্য আহত হয়েছেন।[ads2]