সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ ও দাখিলের শেষ তারিখ ৫ জুলাই, যাচাই বাছাই ৬ জুলাই এবং প্রত্যাহারের তারিখ ১৩ জুলাই নির্ধারণ করা হয়েছে।
বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনের ২০১২-এর ৩৪ ধারা অনুযায়ী দণ্ড পাওয়ার সাত মাস পর গত ৭ মে স্থানীয় সরকার বিভাগ নূর হোসেনকে বরখাস্ত করে। একইসঙ্গে নূর হোসেনের কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। শূন্য পদে ৯০ দিনের মধ্যে আইন অনুযায়ী ভোটের ব্যবস্থা করতে নির্বাচন কমিশনকে অনুরোধও জানায় স্থানীয় সরকার মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন)-২০০৯-এর ১৩ ধারা অনুযায়ী নূর হোসেনকে কাউন্সিলর পদ থেকে অপসারণ এবং পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
আলোচিত সাত খুনের পর নূর হোসেন ভারতে পালিয়ে যান। পরে সেখানকার পুলিশ অনুপ্রবেশের অভিযোগে তাকে গ্রেফতার করে। বর্তমানে দেশটির আদালতে তার বিরুদ্ধে মামলা চলছে।