ঢাকা: জামায়াতের নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুরের জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী বলেছেন, আদালতের কাছে আমরা ন্যায়বিচার আশা করছি। মঙ্গলবার বিকেল ৪টায় এক প্রতিক্রিয়ায় তিনি এই কথা বলেন। মাসুদ বলেন, “যদিও এই সরকারের কাছে ন্যায়বিচার আশা করা অরণ্যে রোদন, তারপরও আদালতের কাছে ন্যায়বিচার আশা করছি।” তিনি বলেন, “আমার বাবা নির্দোষ। তার মুক্তির জন্য আল্লাহর সাহায্য কামনা করছি।”
আগামীকাল মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় ঘোষণা করা হবে।
Prev Post