পঞ্চম দফা উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে আজ । ৪২ জেলার ৮৬ উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব উপজেলায় ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ ৩১ শে মার্চ বলে জানা গেছে। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এরইমধ্যে চারধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। প্রথম দফায় ৯৭টি উপজেলায় ভোট গ্রহণ হবে কাল। দ্বিতীয় দফায় ২৭শে ফেব্র“য়ারি ১১৭টি, তৃতীয় দফায় ১৫ই মার্চ ৮৩টি এবং চতুর্থ দফায় ২৪শে মার্চ ৯২টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।