একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগের রায়েও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ডাদেশ বহাল রাখার পর কোনো প্রতিক্রিয়া জানাননি তাঁর ছেলে ব্যারিস্টার নাজিব মোমিন। বুধবার সকালে আপিল বিভাগের রায় ঘোষণার সময় আদালত কক্ষেই ছিলেন নিজামী ছেলে ব্যারিস্টার নাজিব মোমিন। রায়ের পর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে মতিউর রহমান নিজামীর আইনজীবীই প্রতিক্রিয়া জানাবেন। পরিবারের পক্ষ থেকে আমার কোনো প্রতিক্রিয়া নেই।’
এর আগে আজ বুধবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ নিজামীর মৃত্যুদন্ডাদেশের রায় বহালের ঘোষণা করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
Next Post