যানজট নিরসনে গাড়ির ব্যবহার সীমিত করার প্রস্তাব রেখে একটি আইন করার চিন্তাভাবনা করছে সরকার। মোটর ভেহিকেলস অর্ডিন্যান্স, ১৯৮৩ এর পরিবর্তে ২টি ভিন্ন আইন করা হচ্ছে। সেই আইনে পরিবার প্রতি গাড়ির সংখ্যার ঊর্ধ্বসীমা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।
সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী জানান, একটি পরিবারের একটির বেশি গাড়ি ব্যবহার করা যাবে না, এই ধরণের সিদ্ধান্ত এখনো হয়নি। তবে মোটর ভেহিকেল অর্ডিন্যান্স, ১৯৮৩ এর পরিবর্তে ২টি ভিন্ন আইন করা হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন, ২০১৫ ও সড়ক পরিবহন আইন-২০১৫ প্রণয়নের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খসড়া ‘সড়ক পরিবহন আইন-২০১৫’ তে পরিবার প্রতি গাড়ির সংখ্যার ঊর্ধ্বসীমা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা শহরের যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস ও ২৫ বছরের অধিক পুরানো পণ্যবাহী যানবাহন ঢাকায় চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পুরাতন জরাজীর্ণ ট্যাক্সিক্যাবের পরিবর্তে মহানগরীতে আধুনিক মানসম্মত ট্যাক্সিক্যাব সার্ভিস চালু করা হয়েছে।
Prev Post