পরীক্ষার সময় বাংলাদেশে একটি অসামঞ্জস্য অবস্থা ছিল। এটি ছিল মনুষ্য সৃষ্ট। সে সময় বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ তো ছিলই, সে সঙ্গে ছিল পেট্রোল বোমা মারা। এর মধ্য দিয়ে আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়েছি বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ বছরের এইচএসসি (উচ্চ মাধ্যমিক) সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।