সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, নির্বাচনে মোট ৭৩ দশমিক ১৬ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। আজ মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তরে বেগম ফজিলাতুন নেসা বাপ্পীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, গত ৩০ ডিসেম্বর-২০১৫ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে মোট ৭৩ দশমিক ১৬ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। দলীয় প্রতীকে অনুষ্ঠিত প্রথম পৌরসভা নির্বাচনে মোট ২০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। তিনি আরো বলেন, প্রথমবারের মতো দলীয়ভিত্তিতে মেয়র পদে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য পৌরসভা বিধিমালা-২০১৫ নতুন করে প্রণয়ন করা হয়। আচরণবিধি প্রতিপালনের বিষয়টি নিশ্চিত করার জন্য প্রার্থিতা প্রত্যাহারের পরের দিন থেকে প্রতিটি পৌরসভায় একজন করে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। আনিসুল হক বলেন, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচ্ছিন্ন ও অনাকাক্সিক্ষত পরিস্থিতির কারণে ২৩৪টি পৌরসভার ৩৫৫৪টি ভোটকেন্দ্রের মধ্যে মাত্র ৫১টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়। পরবর্তীতে ওই সব বন্ধ ঘোষিত কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হয় ।