ঢাকাঃ ফাঁসির কাষ্ঠে স্বামীকে দেখে আব্দুল কাদের মোল্লার স্ত্রী বীজয় চিনহে ফিরে জান। প্রত্যক্ষ দর্শীরা জানান তার মুখে ছিল হাসি আর আলহামদুলিল্লাহ্ শব্দের উচ্চরন। মটেই ভিত মনোভাবে ছিলেননা তিনি। তার কাছে সাংবাদিকরা জানতে চাইলে সে কোন জবাব দেননি বলে জানান অনেক সাংবাদিক। তবে তার চেহারায় বোঝা যাচ্ছিলো সে সম্পূর্ণ আশাবাদী তার স্বামীর মুক্তির ব্যাপারে।