[ads2]
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরও একসময় আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করতেন। তিনি ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল ছাত্রসংসদ নির্বাচনে জিএস পদে জাসদের প্রার্থী হয়েছিলেন।ওই নির্বাচনে ড, মুশতাকের নেতৃত্বে পুরো প্যানেল জয়লাভ করলেও তিনি একমাত্র তিনি হেরে গিয়েছিলেন।[ads1]
তথ্যটি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এক সময়ে তার রাজনৈতিক সহযোদ্ধা,কবি ও সাংবাদিক জাফর ওয়াজেদ। তিনি লিখেছেন, ‘ডাকসু নির্বাচনে তিনবার ভিপি পদে দাঁড়িয়ে বিপুল ভোটে হেরেছেন ছাত্রলীগ সভাপতি ওবায়দুল কাদের। কোনোবারই হাজারের উপরে ভোট পাননি। ১৯৭৯সালে ৯০৪ভোট, ১৯৮০সালে ৭৫৬ভোট ও ১৯৮১ সালে ৬০৮ ভোট পেয়েছিলেন। প্রশ্ন-তেমন জনপ্রিয়তা না থাকা সত্বেও কেন তিনি তিনবার দাঁড়ালেন? সেটা কি নতুন নেতৃত্বের পথ রুদ্ধ করা? নিজের সভাপতির পথ ঠিক রাখা? ছাত্রলীগের বিকাশের পথে প্রতিবন্ধকতা তৈরি করা? নাকি তিনি ছাড়া ওই পদে যোগ্য লোক না থাকা? ছাত্রলীগের অধপতনের কাল তৈরি করা?
তিনি আরও লেখেন, ডাকসু নির্বাচনে ওনার প্যানেলে দু‘বার দাঁড়িয়ে বিপুল ভোটে জিতেছিলাম বলে প্রশ্ন করেছিলেন, তুমি কী করে জিতলে হে? জয়লাভ করাটা তখনই দোষের কারণ হয়েছিল যেন আমার। অবশ্য জনাব কাদের ১৯৭২সালে মহসীন হল ছাত্র সংসদ নির্বাচনে জি এস পদে জাসদের প্রার্থী হন। ওনার ভিপি ড. মুশতাকসহ (মার্কিন প্রবাসী) পুরো প্যানেল জয়লাভ করে কেবল তিনি ছাড়া।
সাংবাদিক জাফর ওয়াজেদ একসময়ে ডাক সাইটের ছাত্রনেতা ছিলেন। সাংবাদিকতায়ও তিনি অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন। তিনি দৈনিক সংবাদ ও মুক্তকণ্ঠের চিফ রিপোর্টার ছিলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক ইউনিয়নের একাধিকবার নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি দৈনিক জনকণ্ঠের সহকারী সম্পাদক।[ads1]