কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী থেকে অবশেষে ফেরত পাঠানো হলো ১৪ ট্রাক নিম্নমানের গম। শনিবার রাতে গমবাহী ওইসব ট্রাক কুমারখালী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়।
কুমারখালী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) শাহাবুল আলম ঘটনা নিশ্চিত করে বাংলামেইলকে জানান, বিভিন্ন কাজের বিপরীতে ওইসব গম পাঠানো হয়েছিল খুলনা থেকে। যা ছিল ব্রাজিল থেকে আমদানি করা।
ওসি এলএসডি আরো জানান, স্থানীয় সংসদ সদস্য ও জনগণের প্রতিরোধের মুখে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক ১৪ ট্রাক গম ফেরত পাঠানো হয়েছে। তবে ফেরত পাঠানো গম কোথায় নেয়া হয়েছে তা জানিনা।
নিম্নমানের গম বহনকারী একটি ট্রাকের চালক বলেন, ‘খুলনার গুদাম থেকে ওইসব গম লোড করে কুমারখালীতে পাঠানো হয়। কুমারখালী গুদামে রাখার জন্য আমরা গমগুলো নিয়ে আসি। কিন্তু পচা গম আনা হয়েছে এমন অভিযোগ পেয়ে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ জনগণকে সঙ্গে নিয়ে শনিবার দুপুরে গুদামে আসেন। তিনি বলেন, ‘একটা গমও আনলোড করতে দেব না। আমি নিজেই দেখতে পাচ্ছি এটি নিম্নমানের গম। এসব গম গোডাউনে যাবে না। এরপর আর গমগুলো গুদামে নেয়া যায়নি।’
উল্লেখ্য, ৪ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে খুলনা বিভাগীয় খাদ্য গুদাম থেকে আসা ১৪ ট্রাক ভর্তি প্রায় ২৩৪ টন গম কুমারখালী খাদ্য গুদামে নামানো শুরু হয়। কিন্তু কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে নিম্নমানের ও খাবার অনুপযোগী ওইসব গম গুদামে ঢোকার সময় তা আটকে দেন। এসময় নিম্নমানের গম নেয়ার কারণে স্থানীয় জনগণও গুদাম কর্মকর্তাদের ওপর ক্ষুব্ধ হন।