টাঙ্গাইল: ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু সংলগ্ন এলাকায় শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত ছোট-বড় ৩টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪ নিহত হয়েছেন। ৪ পুলিশ সদস্যসহ আহত হয়েছে আরও কমপক্ষে ১৫জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া জায়নি। ঘন কুয়াশার কারণে সেতুতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার মধ্যে যাত্রীবাহী, ট্রাক, ফায়ার সার্ভিস ও পুলিশের গাড়ি রয়েছে।