রাবি : রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন জাসদকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার প্ররোচনাকারী উল্লেখ করে বলেন, ‘আজকে তারা আওয়ামী সরকারের সাথে থাকলেও ইতিহাসের কথা ভুলে গেলে চলবে না, ১৯৭৫ সালে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর হত্যার পরিকল্পনাকরী ছিল তারাই।’
বৃহস্পতিবার বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (নবাব আব্দুল লতিফ, শাহ মাখদুম ও সৈয়দ আমীর আলী) তিন হল কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি জামায়াত-শিবিরের সমালোচনা করে বলেন, জামায়াত-শিবিরের নারী কর্মীরা এমনভাবে বোরকা পরিধান করে যাদের দেখে বুঝায় যায় না, তারা মানুষ, ভূত না জানোয়ার। তারা প্রত্যেক বাড়িতে গিয়ে জামায়াতের ভোটের জন্য সহজ সরল মা- বোনদের কাছে কোরআনের শপথ করিয়ে নেয়। জামায়াত প্রার্থীদের ভোট দিলে জান্নাতে যাবে আর আওয়ামী লীগে ভোট দিলে জাহান্নামে যাবে। এসময় তিনি আরো বলেন, আগামী দিনে যদি জামায়াত-শিবিরের ক্যাডারা আমাদের কোন ভাইয়ের রগ কাটে, তাহলে নেতাদের আদেশের অপেক্ষা না করে তাদের একটার বদলে দুইটার রগ কেটে দিবেন। নবাব আব্দুল লতিফ হলের সভাপতি কাওছার আহমেদ কৌশিক এর সভাপতিত্বে ও সৈয়দ আমীর আলী হলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। হল সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব প্রমুখ।