ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ বরগুনা ও পটুয়াখালী উপকূল অতিক্রম করছে। শনিবার ভোর থেকে উপকূলীয় অঞ্চলে দমকা ও ঝোড়ো বাতাস বইতে থাকে। এরপর দুপুরের দিকে ওই দুই উপকূলে আঘাত হানে রোয়ানু।
সিপিপি এ তথ্য জানিয়েছে।
ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে পটুয়াখালীর চরমন্তাজে বেড়িবাঁধ ভেঙে ২০টি গ্রাম প্লাবিত হয়ে গেছে।
আবহাওয়া অধিদফতর বলছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। ঝোড়ো বাতাসের আকারে এটি ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার ৬ নম্বর, সাতক্ষীরা খুলনা ও এ অঞ্চলের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।
Prev Post
Next Post