প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে দ্রুত উন্নয়ন হচ্ছে তা এখন উন্নত বিশ্বের নিকট ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। রাজধানীর মোহম্মদপুরে ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে উন্নয়ন সমন্বয় আয়োজিত ‘সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং অতি দরিদ্র্যমুক্ত বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বৈঠকে এমপিদের মধ্যে সাগুপ্তা ইয়াসমিন, ছবি বিশ্বাস, ইসরাফিল আলম, টিপু সুলতান, মো.আয়েন উদ্দিন, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, ফরহাদ হোসেন, নুরুল ইসলাম ওমর, জেবুন্নেসা আফরোজ ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
কৃষক-শ্রমিকের শ্রমে ঘামে আজকের এই প্রবৃদ্ধি উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে চড়, হাওড়, বাওড় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ নজর দিতে হবে। তাদেরকে দরিদ্র্য রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম এবং সাধারণের প্রতি মমত্ববোধের কারণেই আজ এসব প্রান্তিক জনগোষ্ঠী মধ্যম আয়ের জনতার কাতারে পৌছাতে সক্ষম হচ্ছে। তার প্রচেষ্টায় বাংলাদেশ এমডিজি অর্জনে সফল হয়েছে। এখন ২০৩০ সালের আগেই বাংলাদেশ এসডিজি অর্জনে সমর্থ হবে। আর এসডিজি অর্জন হলে সম্পদের বৈষম্য কমে যাবে। বাংলাদেশে অতিদরিদ্র্য বলে কোন মানুষ খুঁজে পাওয়া যাবেনা। এসময় তিনি বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বাত্মক সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, চর অঞ্চলের অতিদরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার যে বাজেট বরাদ্দ রাখছে তার সঠিক এবং স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার জন্য হাওর উন্নয়ন বোর্ডের মত একটি চড় উন্নয়ন বোর্ড গঠন করা প্রয়োজন। বাজেটে প্রতি বছরই চড়াঞ্চলের উন্নয়নে কিছু থোক বরাদ্দ দেয়া হয় কিন্তু নির্দিষ্ট কোন কর্তৃপক্ষ না থাকায় এ অর্থ খরচ করা সম্ভব হয়না।
Prev Post
Next Post