তিস্তা নদীতে মাছ ধরার সময় মোশাররফ হোসেন (৩৫) নামের এক বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহীনির (বিএসএফ) সদস্যরা। মোশাররফ ভারতীয় সীমান্ত সংলগ্ন নীলফামারীর ডিমলা উপজেলার চড়খড়িবাড়ি গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।
৭-বিজিবির অধীনস্থ ডিমলার চরখড়িবাড়ী ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মহসিন আলী চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলে মোশাররফকে অক্ষাত অবস্থায় ফেরত পেতে মঙ্গলবার সকালে ১৩ বিএসএফ ব্যাটালিয়ন তিস্তাবস্তি ক্যাম্প কমান্ডার বরাবরে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে। কিন্তু দুপুর দেড়টা পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি। আমরা ৭৯৮ নং প্রধান পিলারে অপেক্ষা করছি তাদের প্রত্যুত্তরের জন্য।
ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন জানান, সোমবার সন্ধ্যায় তিস্তা নদীতে মাছ ধরতে যায় জেলে মোশাররফ হোসেন। এসময় বাংলাদেশ-ভারতীয় সীমান্তের ৭৯৭ নং পিলারের ৫৭নং সাব পিলার অতিক্রম করে ভারতী সীমান্তে প্রবেশ করায় ভারতীয় বিএসএফের তিস্তবস্তি ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। বর্তমানে সে তিস্তাবস্তি ক্যাম্পে আটক রয়েছে।
Prev Post
Next Post