ঢাকা : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খুব শীঘ্রই আরো দশ হাজার নার্স নিয়োগ দেয়া হবে।
মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক ধাত্রী দিবস উপলক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগের সামনে ধাত্রী সেবা প্রদর্শনী স্টল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা প্রসবকালীন ধাত্রী সেবায় নিয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনেক সম্মান দিয়েছেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক দ্বীন মোহাম্মদ নুরুল হক, স্থানীয় এমপি হাজী মোহাম্মদ সেলিমসহ প্রমূখ।
৫ মে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস (ধাত্রী দিবস) উপলক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় একটি র্যালী বের হয়। র্যালীটি নার্সিং কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে ঢামেক বহির্বিভাগের সামনে গর্ভকালীন মা ও শিশুদের সেবা সম্পর্কিত এক প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে স্থান পেয়েছে ১২টি স্টল।