যিনি দেশের পক্ষ হয়ে ভারতের বিপক্ষে কখনও খেলার মাঠে যেতে সাহস পান না।
তিনি কি জাতীয় স্বার্থে কোনদিন ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারবেন ?
গত কালের বাংলাদেশ বনাম ভারতের এশিয়া কাপ টি-২০ ফাইনাল খেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা না আসায় আজ সকালে তুহিন মালিক তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন-
যিনি দেশের পক্ষ হয়ে ভারতের বিপক্ষে কখনও খেলার মাঠে যেতে সাহস পান না; তিনি কি জাতীয় স্বার্থে কোনদিন ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারবেন ?
Posted by Tuhin Malik on Sunday, March 6, 2016
তুহিন মালিকের এই পোস্টে অনেকে সমর্থন জানিয়েছেন। কারন হাজার মানুষের মাঝে এই প্রশ্ন, বলেই তুহিন মালিক এমন স্ট্যাটাস দিয়েছেন বলে জানা গেছে।
অনেক ক্রিকেট বোদ্ধারা এমন প্রশ্ন করেছেন যে ভারত বাংলাদেশের খেলায় কেন প্রধান মন্ত্রী মাঠে আসে না? কেনই বা সে পাকিস্তানের সাথে জিতলে চোখের জলে উজ্জাপন করে সেই জয়?
আসলে বাংলাদেশের ক্রিকেট যেমন এগিয়েছে তেমনি প্রেসারে পরতেছে রাজনৈতিক ব্যাক্তিদের।