প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বুধবার সকালে কাতারের নতুন রাষ্ট্রদূত আহমেদ বিন মোহামেদ আল-দিহাইমি প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ আহ্বান জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, ২০২২ সালে বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে কাতারে প্রচুর নির্মাণকাজ হচ্ছে। সেখানে বাংলাদেশ জনশক্তি পাঠাতে চায়।
এ বিষয়ে কাতারের রাষ্ট্রদূত বলেছেন, শুধু ফুটবল বিশ্বকাপই নয়। কাতার যে ‘ভিশন-২০৩০’ গ্রহণ করেছে, তা পূরণ করতেও অনেক জনশক্তি প্রয়োজন।
প্রেস সচিব জানান, আগামী ১০ দিনের মধ্যে কাতার শ্রম মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল আলোচনার জন্য বাংলাদেশে আসবে বলে রাষ্ট্রদূত জানিয়েছেন।
প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনাল স্থাপনের প্রসঙ্গও তোলেন।
তিনি বলেন, দুই বছরের মধ্যে এলএনজি টার্মিনাল নির্মাণ শেষ হবে। বাংলাদেশ কাতার থেকে এলএনজি আমদানি করবে।
বৈঠকে প্রধানমন্ত্রী দুই দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের সফরের ওপর গুরুত্বারোপ করেন।
শেখ হাসিনা কাতারের আমিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এসময় কাতারের রাষ্ট্রদূত শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা এবং আশা প্রকাশ করেন, ২০২১ সালের আগেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে হতে পারবে।
তিনি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করবেন বলেও জানান।
Prev Post