[ads1]আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সরকারী চাকরী ওয়েবসাইটে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিটি তুলে নেয়া হয়েছে। আজ (সোমবার) বিকেল ৫টার দিকে সেই বিজ্ঞাপণটিতে ঢুকতে চাইলে সেখানে দেখতে পান: “Sorry, that page cannot be found” অর্থাৎ-দুঃখিত এই পেইজটি পাওয়া যাচ্ছে না।
এর কিছুক্ষণ আগেও বিজ্ঞাপনটি “http://www.karmakshetra.org/bd-army-sainik-recruitment/” এই লিংকে দেখা যাচ্ছিল। বেশ কয়েকটি অনলাইন পত্রিকা ও ব্লগে বিষয়টি ফলাও করে প্রচার করা হয়। বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বকে আঘাত করে দেয়া এমন বিজ্ঞাপন নিয়ে ব্যাপক সমালোচনার মুখেই ভারত তার সরকারী ওয়েবসাইট থেকে বিজ্ঞাপণটি সরিয়ে নিয়েছে বলেই ধারণা করা হচ্ছে।
কিছুক্ষণ আগে কর্মসূত্র ( http://www.karmakshetra.org/) নামের ওয়েবসাইটটিতে প্রকাশিত বিজ্ঞাপণটি মূলত ভারতীয় বিভিন্ন রাজ্যের সরকারী চাকরি বিজ্ঞপ্তি প্রচারের একটি ওয়েবসাইট । সেখানে ভারতের অন্যান্য চাকরীর সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরির বিজ্ঞপ্তিওটিও রাখা হয়েছিল।[ads2]
এর আগে বাংলাদেশের গণমাধ্যম ও ব্লগে প্রকাশিত প্রতিবেদনে উদ্বেগ জানিয়ে বলা হয়-ভারতীয় ওয়েবসাইটে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিক দেশপ্রেমিক সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি কে বা কারা প্রচার করছে সেটা অনেক বড় প্রশ্ন। ভারতীয় ওয়েবসাইটটিতে বাংলাদেশের অন্য কোন নিয়োগ বিজ্ঞপ্তি না রেখে শুধু সেনাবাহিনীটিতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি রাখা হয়েছিল।
সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যোগ্যতা হিসাবে ওয়েবসাইটের কোথাও লেখা ছিল না যে প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। অনলাইন ও এসএমএসে দরখাস্ত করা যাবে। বিস্তারিত বিবরণ দিতে গিয়ে স্কেল অব পে বিভাগে স্পষ্ট করে ভারতীয় রুপী উল্লেখ করে বেতনের কথা বলা হয়েছিল। বলা হয়েছিল, নির্বাচিত প্রার্থীরা বেসিক পারিশ্রমিক পাবেন ৫২০০ থেকে ২০,২০০ রুপী। এদিকে অ্যাপ্লিকেশন ফিস বিভাগেও রুপীর কথা উল্লেখ করে লেখা হয়েছিল, আবেদনকারীদের অফেরত যোগ্য ২০০ রুপী পরিশোধ করতে হবে এবং এই পেমেন্ট ব্যাংক ড্রাফের মাধ্যমে পাঠাতে হবে।[ads1]
[ads2]