ব্যাপক নিরাপত্তার কথা বলা হলেও শেষ পর্যন্ত বাংলাদেশে চলমান বায়োমেট্রিক পদ্ধিতে সিম পুনঃনিবন্ধনে বাংলালিংক ও টেলিটকের ডাটা ফাঁস করেছে একটি হ্যাকার সংগঠন। তবে বাংলালিংক কর্তৃপক্ষ বলছেন, তাদের সাইট হ্যাক করে ডাটাবেইজ ফাঁস করার খবর গুজব ছাড়া কিছুই নয়।
ব্যাপক নিরাপত্তার কথা বলা হলেও শেষ পর্যন্ত বাংলাদেশে চলমান বায়োমেট্রিক পদ্ধিতে সিম পুনঃনিবন্ধনে বাংলালিংক ও টেলিটকের ডাটা ফাঁস করেছে একটি হ্যাকার সংগঠন। বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস (বিবিএইচএইচ) নামের সংগঠনটি এক ফেসবুক স্ট্যাটাসের সাথে এ সংক্রান্ত কয়েকটি স্ক্রিনশর্ট দিয়েছে। তবে বাংলালিংক কর্তৃপক্ষ বলছেন, তাদের সাইট হ্যাক করে ডাটাবেইজ ফাঁস করার খবর গুজব ছাড়া কিছুই নয়।
হ্যাকার সংগঠনটি বলছে, বায়োমেট্রিক পদ্ধতিতে দেশের ইতিমধ্যেই কয়েক কোটি মোবাইল ব্যবহারকারী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে; অপেক্ষায় আরো কয়েক কোটি ব্যবহারকারী। দেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বিবিএইচএইচ এর গঠনতন্ত্রে তার মেম্বারদের জন্য দেশের সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানর আইটি সিস্টেম–ওয়েব সাইট নিয়ে পরীক্ষা–নিরীক্ষা বা হ্যাক নিষিদ্ধ ছিল। ইনফরমেশন সিকিউরিটি নিয়েই যেহেতু আমাদের কাজ এবং এই দেশের সচেতন নাগরিক হিসেবে বায়োমেট্রিক প্রদ্ধতির নিরাপত্তা নিয়ে প্রথম থেকেই শংকিত ছিলাম। সেই শংকা থেকেই এবং এতো বেশী অংকের মানুষের তথ্যের নিরাপত্তা নিয়ে শংকা থেকেই আমাদের গ্রুপ বায়োমেট্রিক প্রদ্ধতির নিরাপত্তাসিস্টেম নিয়ে পরীক্ষা–নিরীক্ষা শুরু করে যাতে বড় ধরনের ডাটা লিক ঠেকানো যায়।