রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, বিচারক ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির পর এবার স্থানীয় সরকারের জন প্রতিনিধিদের সম্মানী ভাতা ও অন্যান্য পারিতোষিক বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান এবং মেম্বাররা বর্ধিত এই সম্মানী ভাতা পাবেন।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সেলিম উদ্দিনের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, সম্মানী ভাতা ও অন্যান্য পারিতোষিক বৃদ্ধির বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।
সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, সিটি করপোরেশনে অধিকতর নাগরিক সেবা নিশ্চিতে ট্যাক্স আদায় ও কর ফাঁকি রোধে একটি অভিন্ন ইনডেক্স নাম্বার চালু করবে সরকার। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের সব সিটি করপোরেশনে হোল্ডিং নাম্বারের সঙ্গে নাগরিক সেবা নিশ্চিত, ট্যাক্স আদায় ও কর ফাঁকি রোধকল্পে একটি অভিন্ন ইনডেক্স নাম্বার চালুর পরিকল্পনা সরকারের আছে।
মন্ত্রী জানান, স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়াধীন আরবান পাবলিক অ্যান্ড হেলথ সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্টের আওতায় ৭টি সিটি করেপারেশনের হিসাব ও রাজস্ব বিষয়ক কার্যক্রম অটোমেশন করার জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্রের কারিগরি মূল্যায়ন শেষ করে উন্নয়ন সহযোগী এডিবির প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। এডিবির অনুমোদন প্রাপ্তির পর পরবর্তী কার্যক্রম দ্রুত গ্রহণ করা হবে। এ প্রকল্পের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিতে ট্যাক্স আদায় ও কর ফাঁকি রোধে একটি অভিন্ন ইনডেক্স নাম্বার চালু করা সম্ভব হবে।
Prev Post
Next Post