তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির হাত ধরেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়। রাজাকার-জামায়াতের সহায়তায় বিএনপি এ দেশকে জঙ্গিবাদের রাষ্ট্র বানাতে চেয়েছিল। তাই খালেদা জিয়া যতদিন জামায়াতের সঙ্গে থাকবে, ততদিন বাংলাদেশ হুমকির মুখে থাকবে।
তিনি শনিবার বিকেলে গোপালগঞ্জ জেলা জাসদ আয়োজিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি দেশে এখন গুপ্ত হত্যার নাটক শুরু করেছে, কিছুদিন আগে আগুন যুদ্ধ শুরু হয়েছিল। সকলকে ঐক্যবদ্ধ হয়ে গুপ্তহত্যা ও জঙ্গিবাদের মদতদাতা বিএনপির রাজনীতিকে বর্জন করার আহ্বানও জানান তিনি।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিগত ৭ বছরে বাংলাদেশে বিস্ময়কর উন্নতি হয়েছে। এ উন্নয়নের সুফল যাতে সকলে পায় এবং উন্নয়নের যাতে সুষম বন্টন হয় তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান।
গোপালগঞ্জ জেলা জাসদের সভাপতি শেখ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে জেলা জাসদ সাধারণ সম্পাদক সাইফুর রহমান আছাব চৌধুরী, সহ-সভাপতি স ম বাবুল হক, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান, সদর থানা জাসদ সভাপতি শেখ মহব্বত ই এলাহী, সংকর দাস প্রমুখ বক্তৃতা করেন।
Prev Post
Next Post