ঢাকাঃ বিএনপির যুগ্মমহাসচিব আসলাম চৌধুরীকে রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে আটক করা হয়েছে। তার একান্ত সচিব মঞ্জুরুল ইসলাম গণমাধ্যমকে আসলাম চৌধুরীকে আটকের বিষয়টি জানিয়েছেন। আজ সন্ধ্যা পৌনে সাতটার দিকে তাকে আটক করা হয়।
ডিএমপির উপপুলিশ কমিশনার (জনসংযোগ) মারুফ হোসেন সরদার আটকের ঘটনার নিশ্চিত করে জানান, ডিবি উত্তর তাকে গ্রেফতার করেছে। তাকে ডিবিতে আনা হচ্ছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।
আজ রোববার দুপুরে সিএমপির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিএমএপি কমিশনার ইকবাল বাহার জানিয়েছেন, আসলাম চৌধুরীকে আটকের চেষ্টা চলাচ্ছে পুলিশ। সিএমপি কমিশনার বলেন, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে আসলাম চৌধুরী ভারতে বসে বাংলাদেশ সরকার উৎখাতের বৈঠকের বেশ কিছু তথ্য প্রমাণ আমাদের হাতে এসেছে। আমরা এ ব্যাপারে আরো অনুসন্ধান করছি। এর আগে আসলামসহ আরো কয়েকজনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।