প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, আজকে আমরা ডেমোক্রেসির কথা বলি, বলা হয় ডেমোক্রেসি নেই। কিন্তু আমি বলব দেশে যদি আইনের শাসন থাকে, বিচার বিভাগ যদি স্বাধীন থাকে, তাহলে ডেমোক্রেসি থাকবে।
বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ব্যারিস্টার শওকত আলী খানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিচার বিভাগ নিয়ে কটাক্ষ না করতে রাজনীতিবিদ, আইনজীবী ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, বিচারপতি হিসেবে আমাকে খুবই কষ্ট পেতে হয়, যখন বিচার বিভাগ নিয়ে কিছু রাজনৈতিক দলের লোক কথা বলে।
ওই অনুষ্ঠানে বক্তব্যে শওকত আলী খানের জীবনাচরণ তুলে ধরে তার রাজনৈতিক সত্ত্বা ও আইনজীবী সত্ত্বা আলাদা রাখার বিষয়টির উপরও আলোকপাত করেন বিচারপতি সিনহা।