বিদায়ী নৌ বাহিনী প্রধান এডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার এর সঙ্গে সাক্ষাতে মিলিত হয়েছেন।
সোমবার বিমান বাহিনী সদর দফতরে তিনি এই বিদায়ী সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় কাটান। এর আগে নৌ বাহিনী প্রধান বিমান বাহিনী সদর দফতরে এসে পৌঁছলে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এছাড়া তিনি বিমান বাহিনী সদর দফতর প্রাঙ্গনে একটি গাছের চারা রোপন করেন। এ সময় অন্যদের মধ্যে বিমান বাহিনী সদর দফতরের পিএসও ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানা হয়।
Prev Post