ঢাকা: দেশে চলমান অস্থিরতা আর সহিংসতার মাঝখানে মহান বিজয় দিবস উপলক্ষে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষ। বিভিন্ন স্থানে বিজয় দিবসের অনুষ্ঠান ছাড়াও তাই ভিড় লক্ষ্য করা গেছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে। তাছাড়া যেসব এলাকায় বিনোদন কেন্দ্র নেই সেসব এলাকার মানুষ ধারে কাছে কোথাও কোনো স্থাপনার আশপাশেও ভিড় করছেন।
রাজধানীর হাতিরঝিল কোনো বিনোদন কেন্দ্র না হলেও সারাদিনই সেখানে মানুষের ভিড় দেখা গেছে।
কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, কেউ এসেছেন প্রিয় মানুষকে সঙ্গ দিতে। সাধারণ ছুটি থাকায় পরিবারের সদস্যদের নিয়েও অনেককে সেখানে ঘুরতে দেখা গেছে।
সব মিলিয়ে হাতিরঝিলে একটু স্বস্তির নিঃশ্বাস (!) নিতে আসা মানুষদের মধ্যে আনন্দের কমতি দেখা যায়নি। হাতিরঝিলে ঘুরতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ইব্রাহিম হোসেন বলেন, ‘দেশের বর্তমান অরাজকতার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান একেবারেই বন্ধ হয়ে আছে। ক্যাম্পাস বন্ধ থাকায় ঘরে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। তাই একটু স্বস্তির নিঃশ্বাস নিতেই এখানে এসেছি।’
পরিবার নিয়ে ঘুরতে আসা চাকরিজীবী মোয়াজ্জেম হোসেন বলেন, ‘সপ্তাহের প্রতিটা দিন অফিসে কেটে যায়, তাই পরিবারকে একেবারেই সময় দেওয়া হয় না। তাছাড়া বাচ্চাদের সঠিক বিকাশের জন্য মাঝে মাঝে ঘুরতে আসাটাও দরকার। তাই ঘুরতে এসেছি।’
তবে হাতিরঝিলে ঘুরতে আসা সাধারণ মানুষ যে বিজয়ের আনন্দ ভুলে শুধু ঘরতেই এসেছেন তা নয়, সেখানে বসেই তারা বিজয় দিবসের রং ছড়িয়েছেন সবার মনে। অনেকের পরনেই দেখা গেছে লাল সবুজের পোশাক। শিশুদের হাতে দেখা গেছে প্রিয় পতাকা, আর গালে লাল সবুজের আলপনা।