বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবি অসুস্থ। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোমবার দুপুরে শ্বাসকষ্ট ও পিঠের ব্যথার কারণে তাকে কুড়িগ্রামের নিজ বাড়ি রাজীবপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
তারামন বিবি অ্যাসোসিয়েট প্রফেসর ডা. এম এ বারীর তত্ত্বাবধানে আছেন।
তারামন বিবির ছোট ছেলে আবু তাহের গণমাধ্যমকে জানিয়েছেন, তার মা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও পিঠের ব্যথায় ভুগছিলেন। গতকাল অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
কর্তব্যরত চিকিৎসক আশীষ কুমার রায় জানান, তারামন বিবির অবস্থা আগের চেয়ে ভালো। একজন মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্য সম্মান ও সেবা তাকে দেয়া হচ্ছে।
Next Post